২০১৬ সালের শেষ সময়টুকু চলছে।
২০১৬ সালের শেষ সময়টুকু চলছে। ২০১৭ সালকে আগমন করার জন্য কয়েকজন যুবকের ব্যাকুলতা লক্ষ্য করা যাচ্ছে। আর সবার মতো তারাও বসে আছে ১৭ কে আলিঙ্গন করার অভিপ্রায়ে। অতি উৎসাহী কয়েকজন নতুন বছরকে বরণ করার জন্য বাড়তি রঙ চড়িয়ে দিল। তারা কোথা থেকে যেন সংগ্রহ করে ফেলল কিছু নিষিদ্ধ পানীয়। ব্যস তাদের আর পায় কে? এখন শুধু অপেক্ষা। কখন ১২ টা বাজবে, আর খানিক পানীয় পান করে তৃঞ্চা মেটাবে সাথে যদি অন্তর্জালাটাও মিটে?
কিন্তু না ভাগ্যদেবী যে আজ অন্যরকম করে লিখে রেখেছে চিত্রনাট্য।
ঠিক ১২ বাজার ১ মিনিট আগে বেরসিক পুলিশ হাতেনাতে ধরে ফেলে একজন যুবককে। যুবকের হাতে তখন শোভা পাচ্ছে কোমল পানীয়র একটি বস্তু। আর যায় কোথায়?
রসিক পুলিশ সেই যুবকের হাত ধরেই বলে ফেলল "হ্যাপি নিউ ইয়ার ২০১৭"।
আর কি আশ্চর্য ঠিক সময়ই ঘড়ির কাটা ঠিক ১২.০০ টার ঘরে এসে হাজির। একেবারে টাইমিং। সত্যিই অদ্ভুত।
আর যুবকটি ধরা খেয়ে একগাল হেসে জবাব দিলো "হ্যাপি নিউ ইয়ার টু"। (সত্যিই সেলুকাস)
পরের ঘটনাটুকু আর নাই বা বলি জনসম্মুখে। তবে উপরের ঘটনাটুকু ঠিক কতটা হ্যাপিকর তা আমি বলতে পারবো না কিন্তু বিরুপ পরিস্থিতে দুই পক্ষই হ্যাপি নিউ ইয়ার বলাটাকে আমি নিদেনপক্ষে নতুন বছরের একটি শুভ আগমনী বার্তা বলতে চাই।
সারা বছরই যাতে ঝঞ্চাবিক্ষুপ্ত পরিবেশে হ্যাপি থাকতে পারি আর সবাইকে হ্যাপি রাখতে পারি সেটাই যেন আমাদের সকলের একান্ত কাম্য হয়।
(উপরের ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক, কারও সাথে মিলে গেলে লেখক দায়ী নয়)
কিন্তু না ভাগ্যদেবী যে আজ অন্যরকম করে লিখে রেখেছে চিত্রনাট্য।
ঠিক ১২ বাজার ১ মিনিট আগে বেরসিক পুলিশ হাতেনাতে ধরে ফেলে একজন যুবককে। যুবকের হাতে তখন শোভা পাচ্ছে কোমল পানীয়র একটি বস্তু। আর যায় কোথায়?
রসিক পুলিশ সেই যুবকের হাত ধরেই বলে ফেলল "হ্যাপি নিউ ইয়ার ২০১৭"।
আর কি আশ্চর্য ঠিক সময়ই ঘড়ির কাটা ঠিক ১২.০০ টার ঘরে এসে হাজির। একেবারে টাইমিং। সত্যিই অদ্ভুত।
আর যুবকটি ধরা খেয়ে একগাল হেসে জবাব দিলো "হ্যাপি নিউ ইয়ার টু"। (সত্যিই সেলুকাস)
পরের ঘটনাটুকু আর নাই বা বলি জনসম্মুখে। তবে উপরের ঘটনাটুকু ঠিক কতটা হ্যাপিকর তা আমি বলতে পারবো না কিন্তু বিরুপ পরিস্থিতে দুই পক্ষই হ্যাপি নিউ ইয়ার বলাটাকে আমি নিদেনপক্ষে নতুন বছরের একটি শুভ আগমনী বার্তা বলতে চাই।
সারা বছরই যাতে ঝঞ্চাবিক্ষুপ্ত পরিবেশে হ্যাপি থাকতে পারি আর সবাইকে হ্যাপি রাখতে পারি সেটাই যেন আমাদের সকলের একান্ত কাম্য হয়।
(উপরের ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক, কারও সাথে মিলে গেলে লেখক দায়ী নয়)
No comments