The Theory of Everything

যুক্তিবাদী নাস্তিক!

বিশ্বাস করেন মুভিটির একদম প্রথম দিকের ডায়ালগ এটা। মুভি শুরু না হতেই এরকম একটা ডায়ালগ দিলো যে কথাটা নিয়ে রিসার্চ করতে করতে মুভি শেষ। শুধু এই ডায়ালগটিই নয়, পুরো মুভিতে এমন অসংখ্য মাথা নষ্ট করা ডায়ালগ আছে, যেগুলোকে নিয়ে চিন্তা করলে মাথা নষ্ট করা ছাড়া আর উপায় থাকবে না। (যদিও এটা আমাদের কাজ না।)

স্টিফেন হকিং এর জীবনী নিয়ে জেমস মার্শ নির্মিত করছেন "দ্যা থিউরি অব এভরিথিং" মুভিটি। স্টিফেন হকিং দূরারোগ্য মটর নিউরন রোগে আক্রান্ত হলে তার শরীর পুরো পক্ষঘাতগ্রস্থ হয়ে যায়। এরপর থেকে তার কথা বলা, হাটাচলা সব বন্ধ হয়ে যায়। তারপর থেকে তিনি হুইল চেয়ারে করে তার সব কাজ সমাধান করেন।


মুভিতে স্টিফেন হকিং এর চরিত্রে অভিনয় করেছেন Eddie Redmayne. একাডেমিক আওয়ার্ড, গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড আওয়ার্ড, এএফআই, বাফটার মত সকল সম্মানজনক পুরস্কারই বলে দেয় তার অভিনয় ছিলো কতটা নিখুঁত ও সাবলীল। প্রতিটি শট এত নিখুঁত, প্রতিটি এক্সপ্রেশন এত প্রাণবন্ত যে নিজেই কনফিউজড হয়ে যাচ্ছিলাম, আসলেই কি এটা অন্য কেউ না হকিং নিজেই?

ও হ্যাঁ আমার দেখা বায়োগ্রাফি মুভির মধ্যে সেরা মুভির তকমা নিমিষেই দেয়া যায় এই মুভিটিকে।

Thanks Salauddin Prince for suggest watching a awesome movie.

Director: James Marsh
Cast: Eddie Redmayne, Felicity Jones, Tom Prior
Genres: Biography | Drama | Romance
IMDb Ratings: 7.7



No comments

Powered by Blogger.