The Penalty Warrior
কোনো ফুটবল খেলোয়ার পেনাল্টি কিক নেওয়ার সময় হয়ত বুক দুরু দুরু করে। পেনাল্টি টা কি ঠিক মতো মারতে পারবো?
গোলকিপারও হয়ত মনে মনে চিন্তা করে শটটা কি ফেরাতে পারবো?
তবে এই বাছাধন গোলকিপার মনে হয় এই সব ধার ধারেন না। পেনাল্টি কিক রুখে দেয়ার সময় সকল প্রকার চাপ-টাপ উনার কাছে উর্ধ্বে।
শুট করার আগে পেনাল্টি শুটারকে মনস্তাত্বিকভাবে হারিয়ে দেয়ার চমৎকার একটি কৌশল আবিষ্কার করেছেন। যার দরুন এখন পর্যন্ত মোট ৪০ টি পেনাল্টির মধ্যে ১৯টি ফিরিয়ে দিয়েছেন।
কার পেনাল্টি ঠেকান নি তিনি? ক্রিশ্চিয়ানো রোনালদো, লিউনেল মেসি থেকে শুরু করে তাবৎ বাঘা বাঘা শুটারের পেনাল্টি ঠেকিয়ে তিনি এখন ভ্যালেন্সিয়ার মধ্যমণি হয়ে আছেন।
তাই তো ভ্যালেন্সিয়ার সমর্থকেরা আদর করে তাঁকে ডাকে ‘দ্য পেনাল্টি ওয়ারিয়র’!
ওহ! তার নাম বলতে ভুলে গেছি।
তিনি হচ্ছেন Diego Alves. একজন ব্রাজিলিয়ান বংশোদ্ভুত।
গোলকিপারও হয়ত মনে মনে চিন্তা করে শটটা কি ফেরাতে পারবো?
তবে এই বাছাধন গোলকিপার মনে হয় এই সব ধার ধারেন না। পেনাল্টি কিক রুখে দেয়ার সময় সকল প্রকার চাপ-টাপ উনার কাছে উর্ধ্বে।
শুট করার আগে পেনাল্টি শুটারকে মনস্তাত্বিকভাবে হারিয়ে দেয়ার চমৎকার একটি কৌশল আবিষ্কার করেছেন। যার দরুন এখন পর্যন্ত মোট ৪০ টি পেনাল্টির মধ্যে ১৯টি ফিরিয়ে দিয়েছেন।
কার পেনাল্টি ঠেকান নি তিনি? ক্রিশ্চিয়ানো রোনালদো, লিউনেল মেসি থেকে শুরু করে তাবৎ বাঘা বাঘা শুটারের পেনাল্টি ঠেকিয়ে তিনি এখন ভ্যালেন্সিয়ার মধ্যমণি হয়ে আছেন।
তাই তো ভ্যালেন্সিয়ার সমর্থকেরা আদর করে তাঁকে ডাকে ‘দ্য পেনাল্টি ওয়ারিয়র’!
ওহ! তার নাম বলতে ভুলে গেছি।
তিনি হচ্ছেন Diego Alves. একজন ব্রাজিলিয়ান বংশোদ্ভুত।
No comments