সত্যের মৃত্যু নেই

সত্যের মৃত্যু নেই

মুভি যখন ডাউনলোড করছিলাম পাশ থেকে আমার একজন বন্ধু তাচ্ছিল্য ভঙ্গিতে বলে উঠল কিরে তুই বাংলা মুভি ডাউনলোড করে দেখছ। আমি তাকে কিছু না বলে জুম করে মুভির নামটা দেখালাম। মুভির নাম দেখে বন্ধুটি বলে উঠল ওহ সালমান শাহর মুভি। তাহলে ঠিক আছে। 


সালমান ভক্তদের এটাই মনে হয় বড় পাওয়া। যেখানে অন্য নায়কদের মুভি দেখলে নাক সিটকানোর ঘটনাও ঘটে সেখানে সালমান শাহর মুভি মানে, ওহ সালমান শাহ তাহলে ঠিক আছে।


পুরো মুভির কাহিনী মুভির নামের মধ্যে শোভা পাচ্ছে। ফাঁসির কাষ্ঠে চলে যাওয়া একটি মানুষের বেঁচে ফিরে আসার কাহিনী নিয়ে পুরো মুভিটি তৈরি করা। পুরো মুভিটির পরতে পরতে আছে কষ্টের নীলাভ ছোঁয়া। পরিচালক প্রথম থেকে শেষ পর্যন্ত এটা ধরে রেখে শেষদিকে কিছুটা ক্লাইমেক্স সৃষ্টি করে মুভিটির ফিনিশিং দিয়েছেন। শেষদৃশ্যেগুলোতে কিছুটা ব্যাতিক্রম দেখিয়ে পরিচালক নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন।

এই মুভির আগুনের কন্ঠে গাওয়া সেই বিখ্যাত গানটি আজও মানুষের মুখে মুখে ফেরে। চিঠি এলো জেলখানাতে অনেক দিন পর, হায়রে অনেক দিন পর। এই দুনিয়া ছাড়তে হবে এসেছে খবর, আমার এসেছে খবর।

Director: Chotku Ahmed
Cast: Salman Shah, Shahnaz, Alamgir, Shabana
Genres: Drama
IMDb Rating: 7.7

No comments

Powered by Blogger.