ঝড় তুলতে যাচ্ছে সাকিব-বুবলির রংবাজ

ঝড় তুলতে যাচ্ছে সাকিব-বুবলির রংবাজ

অনেক চড়াই-উতরাই পেরিয়ে নির্মিত হয়েছে ‘রংবাজ’। সপ্তাহখানেক আগেও কলকাতায় হয়েছে সিনেমাটির শুটিং। একদম শেষ মুহূর্তে সেন্সর ছাড়পত্রের জন জমা পড়েছে ছবিটি।
‘রংবাজ’ পরিচালনা করছেন শামীম আহমেদ রনি ও আবদুল মান্নান। এর মধ্যে আবদুল মান্নান পরিবর্তন ডটকমকে জানান, বুধবার সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে।
তিনি আশা করছেন, বিনা কর্তনে ছাড়পত্র পাবে ‘রংবাজ’। ইতোমধ্যে শুরু হয়েছে ঈদুল ফিতরে মুক্তির আনুষাঙ্গিক প্রক্রিয়া।
মাস তিনেক আগে পাবনায় সিনেমাটির শুটিং শুরু হয়। পরবর্তীতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সঙ্গে শাকিবের জটিলতায় বিঘ্ন হয় ‘রংবাজ’-এর চিত্রায়ন। এ ঘটনায় বদলে যায় পরিচালকও। রনির স্থলাভিষিক্ত হন আবদুল মান্নান।



এদিকে ঈদের আগে বৃহস্পতিবার সেন্সর বোর্ডের শেষ অফিস। আশা করা হচ্ছে, এর মধ্যেই ‘রংবাজ’-এর সেন্সর শো অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে বোর্ড সচিব মুন্সী জালাল উদ্দিন কয়েকদিন আগে পরিবর্তন ডটকমকে বলেছিলেন, ‘ঈদের শেষ অফিস যেদিন ওইদিনও কেউ ছবি জমা দিয়ে ঈদের জন্য চাইলে আমরা বিশেষ বিবেচনায় সেন্সর শো-র আয়োজন করি ও সার্টিফিকেট দিই।’
‘রংবাজ’-এর প্রধান চরিত্রে আছেন শাকিব খান ও শবনম বুবলি। প্রযোজনা করছে কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও ঢাকার রূপরঙ চলচ্চিত্র।

No comments

Powered by Blogger.